Posts

Showing posts from March, 2022

ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এর যারা এই ছোট ছোট প্রশ্নের উত্তর গুলো জানেন না বা ভুলে গেছেন তাদের জন্য

Image
  ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এর যারা এই ছোট ছোট প্রশ্নের উত্তর গুলো জানেন না বা ভুলে গেছেন তাদের জন্য পুনরায় শিখিয়ে দেওয়ার একটা ছোট্ট উদ্যোগ নিলাম,আশা করি ভালো লাগবে। ভুল ত্রুটি থাকলে ক্ষমার নজরে দেখবেন। ১। বিদ্যুৎ কি? কত প্রকার এবং কি কি? উত্তরঃ বিদ্যুৎ এমন এক অদৃশ্য শক্তি যা আলো, শব্দ, গতি এবং রূপান্তরিত শক্তি ইত্যাদি উৎপন্ন করে বিভিন্ন বাস্তব কাজ সমাধা করে। বিদ্যুৎ ২(দুই) প্রকার।  (i) স্থির বিদ্যুৎ (ii) চল বিদ্যুৎ ২। কারেন্ট কি? কত প্রকার এবং কি কি? উত্তরঃ পদার্থের মধ্যকার মুক্ত ইলেকট্রনসমূহ কোন নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকে কারেন্ট বলে। কারেন্টের প্রতীক I (আই) এবং একক Ampere (অ্যাম্পিয়ার), সংক্ষেপে ‘A’ লেখা হয় । কারেন্ট পরিমাপের যন্ত্রের নাম Ampere Meter (অ্যাম্পিয়ার মিটার)। কারেন্ট ২(দুই) প্রকার।  (i) AC (এসি)(Alternative Current) কারেন্ট  (ii) DC (ডিসি) কারেন্ট (Direct Current) ৩। অ্যাম্পিয়ার কাকে বলে? উত্তরঃ কোন পরিবাহীর যে কোন অংশের মধ্য দিয়ে এক কুলাম্ব চার্জ এক সেকেন্ড সময় ধরে প্রবাহিত হলে উক্ত পরিমান চার্জকে এক অ্যাম্পিয়ার বলে। ১ কুলাম্ব = 628×1016 ইলেকট্রন চার্জ। ৪। ভ

A,B, C লাইসেন্স ভাইবার জন্য প্রিপারেশন নিন

Image
A,B, C লাইসেন্স ভাইবার জন্য প্রিপারেশন নিন --- (১) RM,SM,RE এগুলো দ্বারা কি বুঝায়? উত্তরঃ RM,SM,RE এগুলো দ্বারা মূলত ক্যাবলের ইউনিট বোঝানো হয়। RM বলতে বুঝায় অনেক খেই বিশিষ্ট তার যার প্রস্থচ্ছেদ গোলাকার। SM বলতে বোঝায় অনেক খেই বিশিষ্ট তার যার সেক্টর আকৃতি। RE বলতে বোঝায় সিঙ্গেল নিরেট তার যা প্রস্থচ্ছেদ গোলাকার। (২) ট্রান্সফরমার কি ধরনের ডিভাইস? উত্তরঃ ট্রান্সফরমার একটি ইলেকট্রিক্যাল স্ট্যাটিক ডিভাইস। (৩) ট্রান্সফরমার গরম হওয়ার কারণ কি? উত্তরঃ ট্রান্সফরমার গরম হওয়ার কারণ হলো- * ওভার লোডের জন্য গরম হতে পারে। * ওভার ভোল্টেজ এর জন্য গরম হতে পারে। * ইনসুলেশন দুর্বল হয়ে গেলে। * কোথাও আর্থ হয়ে গেলে। (৪) ট্রান্সফরমার তৈলের কাজ কি? উত্তরঃ ট্রান্সফরমার তৈলের কাজ হলো- * ইহা ট্রান্সফরমার কে ঠান্ডা রাখে। * ইহা ইনসুলেশনের কাজ করে। (৫) এক ফেজ ট্রান্সফরমার কে তিন ফেজ সাপ্লাই দেওয়া যায় কি? উত্তরঃ হ্যাঁ যায়, ভি ভি বা ওপেন ডেল্টা কানেকশন করে। (৬) এক কিলোওয়াট = কত হর্স পাওয়ার? উত্তরঃ ১ কিলোওয়াট = ১.৩৪ হর্স পাওয়ার। (৭) ১ হর্স পাওয়ার = কত কিলোওয়াট? উত্তরঃ ১ হর্স পাওয়ার = ০.৭৪৬ কিলোওয়াট। (৮) RMS এর পূর্ণ অর্থ