A,B, C লাইসেন্স ভাইবার জন্য প্রিপারেশন নিন
A,B, C লাইসেন্স ভাইবার জন্য প্রিপারেশন নিন
---
(১) RM,SM,RE এগুলো দ্বারা কি বুঝায়?
উত্তরঃ RM,SM,RE এগুলো দ্বারা মূলত ক্যাবলের ইউনিট বোঝানো হয়।
RM বলতে বুঝায় অনেক খেই বিশিষ্ট তার যার প্রস্থচ্ছেদ গোলাকার।
SM বলতে বোঝায় অনেক খেই বিশিষ্ট তার যার সেক্টর আকৃতি।
RE বলতে বোঝায় সিঙ্গেল নিরেট তার যা প্রস্থচ্ছেদ গোলাকার।
(২) ট্রান্সফরমার কি ধরনের ডিভাইস?
উত্তরঃ ট্রান্সফরমার একটি ইলেকট্রিক্যাল স্ট্যাটিক ডিভাইস।
(৩) ট্রান্সফরমার গরম হওয়ার কারণ কি?
উত্তরঃ ট্রান্সফরমার গরম হওয়ার কারণ হলো-
* ওভার লোডের জন্য গরম হতে পারে।
* ওভার ভোল্টেজ এর জন্য গরম হতে পারে।
* ইনসুলেশন দুর্বল হয়ে গেলে।
* কোথাও আর্থ হয়ে গেলে।
(৪) ট্রান্সফরমার তৈলের কাজ কি?
উত্তরঃ ট্রান্সফরমার তৈলের কাজ হলো- * ইহা ট্রান্সফরমার কে ঠান্ডা রাখে।
* ইহা ইনসুলেশনের কাজ করে।
(৫) এক ফেজ ট্রান্সফরমার কে তিন ফেজ সাপ্লাই দেওয়া যায় কি?
উত্তরঃ হ্যাঁ যায়, ভি ভি বা ওপেন ডেল্টা কানেকশন করে।
(৬) এক কিলোওয়াট = কত হর্স পাওয়ার?
উত্তরঃ ১ কিলোওয়াট = ১.৩৪ হর্স পাওয়ার।
(৭) ১ হর্স পাওয়ার = কত কিলোওয়াট?
উত্তরঃ ১ হর্স পাওয়ার = ০.৭৪৬ কিলোওয়াট।
(৮) RMS এর পূর্ণ অর্থ কি? আর এম এস এর মান কত ধরা হয়?
উত্তরঃ RMS এর পূর্ণ অর্থ হলো Root Mean Square.
আর এম এস এর ভেলু= ০.৭০৭ মেক্স
(৯) DC এর ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর কি থাকে?
উত্তরঃ DC এর ক্ষেত্রে কোন পাওয়ার ফ্যাক্টর থাকে না।
কারণ এর ফ্রিকোয়েন্সি নেই,
এর মান শুন্য।
(১০) RTD এর পূর্ণ অর্থ কী?
উত্তরঃ RTD এর পূর্ণ অর্থ হলো Resistive Temperature Detector,
(১১) ইলেকট্রনিক্স কাজে কোন রেজিস্টর বেশি ব্যবহৃত হয়?
উত্তরঃ ইলেকট্রনিক্স কাজে কার্বন রেজিস্টর বেশি ব্যবহৃত হয়।
(১২) ডায়নামো কি ?
উত্তরঃ ডিসি জেনারেটরকে ডায়নামো বলে।
(১৩) মেগার কি?
উত্তরঃ মেগার হলো ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপক যন্ত্র।
(১৪) কোন ট্রান্সফরমারের একটি মাত্র কয়েল থাকে?
উত্তরঃ অটো ট্রান্সফরমারের একটি মাত্র কয়েল থাকে?
(১৫) বুখল্জ রিলে কোথায় থাকে?
উত্তরঃ ট্রান্সফরমারের এর ট্যাংক ও কনজারভেটরের সংযোগকারী পাইপের মধ্যে লাগানো থাকে।
(১৬) বাংলাদেশের জেনারেটিং ভোল্টেজ কত?
উত্তরঃ ১১ কেভি
(১৭) আর এম এস এর মান কত ধরা হয়?
উত্তরঃ আর এম এস ভেলু=০.৭০৭ মেক্স
(১৮) ট্রান্সফরমার মূলত কি কি জিনিস দিয়ে তৈরি?
উত্তরঃ ট্রান্সফরমার মূলত
* প্রাইমারি কয়েল
* সেকেন্ডারি কয়েল
* ম্যাগনেটিক কোর ইত্যাদি দ্বারা তৈরি।
(১৯) ট্রান্সফরমার তৈলের কাজ কি?
উত্তরঃ ট্রান্সফরমার তৈলের কাজ হলো
* ইহা ট্রান্সফরমাকে ঠান্ডা রাখতে সাহায্য করে।
* ইহা ইনসুলেশনের কাজ করে।
(২০) এক ফেজ ট্রান্সফরমার কে তিন ফেজ সাপ্লাই দেওয়া যায় কি?
উত্তরঃ হ্যাঁ যায়, ভি ভি বা ওপেন ডেল্টা কানেকশন করে।
(২১) গার্ড ওয়্যার কি?
উত্তরঃ গার্ড ওয়্যার হচ্ছে ট্রান্সমিশন লাইনের নিচের ব্যবহার করা তার যা আর্থের সঙ্গে লাগানো থাকে।
(২২) পাওয়ার ট্রান্সফরমার কাকে বলে?
উত্তরঃ যে ট্রান্সফরমার কার্যকালের সর্বক্ষণ লোড অবস্থায় থাকে তাকে পাওয়ার ট্রান্সফরমার বলে।
যেমনঃ মেইন সাব স্টেশন
(২৩) ডিস্টিবিউশন ট্রান্সফরমার কাকে বলে?
উত্তরঃ যে ট্রান্সফরমার কার্যকালের উল্লেখযোগ্য সময় লোড অবস্থায় থাকে তাকে ডিস্টিবিউশন ট্রান্সফরমার বলে।
যেমনঃ ডিস্টিবিউশন সাব স্টেশন।
(২৪) ইন্সট্রুমেন্ট ট্রান্সফরমার কাকে বলে?
উত্তরঃ যে ট্রান্সফরমার হাই ভোল্টেজ এবং হাই কারেন্ট পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় তাকে ইন্সট্রুমেন্ট ট্রান্সফরমার বলে।
(২৫) ইন্সট্রুমেন্ট ট্রান্সফরমারকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
উত্তরঃ দুই ভাগে-
* কারেন্ট ট্রান্সফরমার
* ভোল্টেজ অথবা পটেনশিয়াল ট্রান্সফরমার।
(২৬) পাওয়ার ফ্যাক্টর কাকে বলে?
উত্তরঃ পাওয়ার ফ্যাক্টর হলো সাধারণত ভোল্টেজ ও কারেন্টের মধ্যবর্তী কোসাইন কোণ।
অন্য ভাবে বলতে গেলে একটিভ ও এপারেন্ট পাওয়ারের অনুপাতকে পাওয়ার ফ্যাক্টর বলে।
অথবা, রেসিস্টেন্স ও ইম্পিডেন্স এর অনুপাতকে পাওয়ার ফ্যাক্টর বলে।
(২৭) পাওয়ার ফ্যাক্টরকে কি দ্বারা প্রকাশ করা হয়?
উত্তরঃ কস থিতা(cos থিতা),
ইহার কোন একক নেই। ইহাকে শতকরা হিসেবে প্রকাশ করা হয়।
(২৮) MCB কি?
উত্তরঃ MCB এর পূর্ণ অর্থ হলো Miniature Circuit Breaker,
যে সকল সার্কিট ব্রেকার আকার ছোট এবং অনেক কম কারেন্টের জন্য ব্যবহার করা হয় তাকে Miniature Circuit Breaker বলে।
(২৯) পাওয়া ফ্যাক্টরের মান কত পর্যন্ত হতে পারে?
উত্তরঃ (০-১) পর্যন্ত হয়ে থাকে।
(৩০) কি কারনে আমরা MCB ব্যবহার করে থাকি?
উত্তরঃ MCB ব্যবহারের কারণ-
* ওভারলোড প্রোটেকশনের জন্য।
* শর্ট সার্কিট প্রোটেকশনের জন্য।
* As s hand operated on/off switch.
Comments
Post a Comment
Thanks for you comment.