থার্মোস্ট্যাট কি ও থার্মোস্ট্যাট কেন ব্যবহার করা হয়?
থার্মোস্ট্যাট হলো নিয়ন্ত্রণ যন্ত্র। অর্থাৎ থার্মোস্ট্যাট এর সাহায্যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়। হিমায়ন প্রক্রিয়ায় যার সাহায্যে নির্ধারিত তাপমাত্রা আনয়ন এর মাধ্যমে, তাপমাত্রা নিয়ন্ত্রিত করে কম্প্রেসর মটর কে চালু ও বন্ধ করা হয় তাকে থার্মোস্ট্যাট বলে। থার্মোস্ট্যাট শব্দের অর্থ কি: Thermostat শব্দের অর্থ হলো- থার্মো শব্দের অর্থ হচ্ছে তাপ আর তাপের সাহায্যে যার মাধ্যমে ইলেকট্রিক সার্কিট চালু এবং বন্ধ করা হয় তাকে থার্মোস্টেট বলে। থার্মোস্ট্যাট কি গঠন ও ছবি থার্মোস্ট্যাট কি গঠন ও ছবি থার্মোস্টেট কত প্রকার কি: কাজের উপর ভিত্তি করে থার্মোস্টেট প্রথমত ৩ প্রকার হয়ে থাকে যথা- হিটিং থার্মোস্টেট (Cooling Thermostat) কুলিং থার্মোস্টেট (Heating Thermostat) হিট এন্ড কুলিং থার্মোস্টেট (Heat & Cooling) গঠন অনুসারে থার্মোস্টেট: বেলোজ টাইপ থার্মোস্টেট। বাইমেটাল টাইপ থার্মোস্টেট। ডিফারেনশিয়াল থার্মোস্টেট। রেঞ্জ এডজাস্টমেন্ট থার্মোস্টেট। অটোমেটিক ডিফ্রস্টিং থার্মোস্টেট। পুশ ডিফ্রস্টিং থার্মোস্টেট। থার্মোমিটার টাইপ থার্মোস্টেট। পোর্টেবল থার্মোস্টেট। ফ্রিজ এসির থার্মোস্ট্যাট কি: থার্মোস্ট্যাট যন