Posts

Showing posts from January, 2022

থার্মোস্ট্যাট কি ও থার্মোস্ট্যাট কেন ব্যবহার করা হয়?

Image
থার্মোস্ট্যাট হলো নিয়ন্ত্রণ যন্ত্র। অর্থাৎ থার্মোস্ট্যাট এর সাহায্যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়। হিমায়ন প্রক্রিয়ায় যার সাহায্যে নির্ধারিত তাপমাত্রা আনয়ন এর মাধ্যমে, তাপমাত্রা নিয়ন্ত্রিত করে কম্প্রেসর মটর কে চালু ও বন্ধ করা হয় তাকে থার্মোস্ট্যাট বলে। থার্মোস্ট্যাট শব্দের অর্থ কি: Thermostat শব্দের অর্থ হলো- থার্মো শব্দের অর্থ হচ্ছে তাপ আর তাপের সাহায্যে যার মাধ্যমে ইলেকট্রিক সার্কিট চালু এবং বন্ধ করা হয় তাকে থার্মোস্টেট বলে। থার্মোস্ট্যাট কি গঠন ও ছবি থার্মোস্ট্যাট কি গঠন ও ছবি থার্মোস্টেট কত প্রকার কি: কাজের উপর ভিত্তি করে থার্মোস্টেট প্রথমত ৩ প্রকার হয়ে থাকে যথা- হিটিং থার্মোস্টেট (Cooling Thermostat) কুলিং থার্মোস্টেট (Heating Thermostat) হিট এন্ড কুলিং থার্মোস্টেট (Heat & Cooling) গঠন অনুসারে থার্মোস্টেট: বেলোজ টাইপ থার্মোস্টেট। বাইমেটাল টাইপ থার্মোস্টেট। ডিফারেনশিয়াল থার্মোস্টেট। রেঞ্জ এডজাস্টমেন্ট থার্মোস্টেট। অটোমেটিক ডিফ্রস্টিং থার্মোস্টেট। পুশ ডিফ্রস্টিং থার্মোস্টেট। থার্মোমিটার টাইপ থার্মোস্টেট। পোর্টেবল থার্মোস্টেট। ফ্রিজ এসির থার্মোস্ট্যাট কি: থার্মোস্ট্যাট যন

রেফ্রিজারেটর ও এসি মেরামত এর ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন টুলসের তালিকা ও নাম।

Image
রেফ্রিজারেটর বা ফ্রিজ মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য যে সকল  টুলস ব্যবহৃত হয় তাকে রেফ্রিজারেটর টুলস বলে। রেফ্রিজারেটর মেরামত এর জন্য বিভিন্ন ধরনের টুলস ব্যবহৃত হয়ে থাকে এরমধ্যে নিচে কিছু টুলস এর নাম ও ব্যবহার উল্লেখ করা হলো।  ফাইলগুলো পিডিএফ আকারে পেতে কমেন্টে আপনার ইমেইল ঠিকানা দিন। আমি আপনাকে আপনার মেইলে পাঠিয়ে দিব।

রেফ্রিজারেন্ট ও রেফ্রিজারেশন বলতে কি বুঝায়?

Image
রেফ্রিজারেন্ট বা হিমায়ক হল পদার্থ আর রেফ্রিজারেশন হল পদ্ধতি। রেফ্রিজারেন্ট ও রেফ্রিজারেশন সম্পূর্ণ ভিন্ন দুটি শব্দ। যে পদ্ধতির মাধ্যমে কোন আবদ্ধ স্থানের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় তাকে রেফ্রিজারেশন পদ্ধতি বলে। আর যে বস্তু বা পদার্থের সাহায্যে নিম্ন তাপমাত্রা আনয়ন করা হয় তাকে রেফ্রিজারেন্ট বা হিমায়ক বলে। রেফ্রিজারেন্ট এর কয়েকটি উদাহরণ হল: R-134a, R-600a, R-22, R-12 ইত্যাদি।

রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর যা আপনাকে জানতে হবে।

Image
  প্রশ্ন: তাপ সঞ্চালন প্রক্রিয়া কয় প্রকার ও কি কি?  উত্তর: তাপ সঞ্চালন প্রক্রিয়া তিন প্রকার ( পরিবহন, পরিচলন ও বিকিরণ) প্রশ্ন: দুটি সেমিকন্ডাক্টর এর উদাহরণ। উত্তর: সিলিকন, জার্মেনিয়াম প্রশ্ন: অ্যাম্পিয়ার কাকে বলে? উত্তর: কোন পরিবাহীর যে কোন অংশের মধ্য দিয়ে এক কুলাম্ব চার্জ এক সেকেন্ড সময় ধরে প্রবাহিত হলে উক্ত পরিমান চার্জকে এক অ্যাম্পিয়ার বলে। প্রশ্ন: রিলে কি রিলে কিভাবে কাজ করে? উত্তর: রিলের কাজ হল কম্প্রেসর মটরের স্টাটিং রানিং করে সংযোগ প্রদান করে চালু করা। প্রশ্ন: থার্মোস্ট্যাট কি ও রেফ্রিজারেটরে থার্মোস্ট্যাট কেন ব্যবহার করা হয়? উত্তর: থার্মোস্ট্যাট একপ্রকার নিয়ন্ত্রণ যন্ত্র, যার সাহায্যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়। রেফ্রিজারেটরে বা নিয়ন্ত্রিত স্থানে নিয়ন্ত্রিত তাপমাত্রা আনয়নের মাধ্যমে কম্প্রেসর কে চালু ও বন্ধ করাই থার্মোস্ট্যাট এর কাজ। প্রশ্ন: রেফ্রিজারেটরে বা ফ্রিজে কোন ধরনের কম্প্রেসর ব্যবহৃত হয়? উত্তর: রেসিপ্রকেটিং কম্প্রেসর প্রশ্ন: থার্মোফিউজ বা থার্মাল ফিউজ কেন ব্যবহার করা হয়? উত্তর: হিটার কে রক্ষা করার জন্য থার্মোফিউজ ব্যবহার করা হয়। প্রশ্ন: রেফ্রিজারেটর টুলস

মেটাভার্স কী বা মেটাভার্স বলতে কি বুঝায়?

Image
মেটাভার্স কী বা মেটাভার্স বলতে কি বুঝায়? বিবর্তনের পরিক্রমায় ইন্টারনেটের পরের ধাপই হচ্ছে মেটাভার্স। মেটাভার্স হলো ভার্চুয়াল জগৎ। সহজ ভাষায় বোঝাতে বলা যায়, এটি হলো বাস্তবতার সঙ্গে ডিজিটাল সংমিশ্রণ। এ জগতে ব্যবহারকারীরা যার যার চেহারার সঙ্গে মিল রেখে অ্যাভাটার বানাতে পারবেন। অ্যাভাটারগুলোকে ব্যবহারকারীরাই নিয়ন্ত্রণ করবেন। ব্যবহারকারীরা নিজের ঘরে হাঁটলে, কথা বললে ভার্চুয়াল জগতের অ্যাভাটারও হাঁটবে, কথা বলবে। অর্থাৎ মেটাভার্স হচ্ছে এমন এক অনলাইন জগৎ, যেখানে ভার্চুয়াল দুনিয়ার মধ্যেই গেমিং, অফিসের কাজ এবং যোগাযোগের সবই করা যাবে। এ কাজ করা হবে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট ব্যবহার করে।