রেফ্রিজারেন্ট ও রেফ্রিজারেশন বলতে কি বুঝায়?
রেফ্রিজারেন্ট বা হিমায়ক হল পদার্থ আর রেফ্রিজারেশন হল পদ্ধতি। রেফ্রিজারেন্ট ও রেফ্রিজারেশন সম্পূর্ণ ভিন্ন দুটি শব্দ। যে পদ্ধতির মাধ্যমে কোন আবদ্ধ স্থানের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় তাকে রেফ্রিজারেশন পদ্ধতি বলে। আর যে বস্তু বা পদার্থের সাহায্যে নিম্ন তাপমাত্রা আনয়ন করা হয় তাকে রেফ্রিজারেন্ট বা হিমায়ক বলে। রেফ্রিজারেন্ট এর কয়েকটি উদাহরণ হল: R-134a, R-600a, R-22, R-12 ইত্যাদি।
Comments
Post a Comment
Thanks for you comment.