রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর যা আপনাকে জানতে হবে।

 



প্রশ্ন: তাপ সঞ্চালন প্রক্রিয়া কয় প্রকার ও কি কি? 

উত্তর: তাপ সঞ্চালন প্রক্রিয়া তিন প্রকার ( পরিবহন, পরিচলন ও বিকিরণ)


প্রশ্ন: দুটি সেমিকন্ডাক্টর এর উদাহরণ।

উত্তর: সিলিকন, জার্মেনিয়াম


প্রশ্ন: অ্যাম্পিয়ার কাকে বলে?

উত্তর: কোন পরিবাহীর যে কোন অংশের মধ্য দিয়ে এক কুলাম্ব চার্জ এক সেকেন্ড সময় ধরে প্রবাহিত হলে উক্ত পরিমান চার্জকে এক অ্যাম্পিয়ার বলে।


প্রশ্ন: রিলে কি রিলে কিভাবে কাজ করে?

উত্তর: রিলের কাজ হল কম্প্রেসর মটরের স্টাটিং রানিং করে সংযোগ প্রদান করে চালু করা।


প্রশ্ন: থার্মোস্ট্যাট কি ও রেফ্রিজারেটরে থার্মোস্ট্যাট কেন ব্যবহার করা হয়?

উত্তর: থার্মোস্ট্যাট একপ্রকার নিয়ন্ত্রণ যন্ত্র, যার সাহায্যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়। রেফ্রিজারেটরে বা নিয়ন্ত্রিত স্থানে নিয়ন্ত্রিত তাপমাত্রা আনয়নের মাধ্যমে কম্প্রেসর কে চালু ও বন্ধ করাই থার্মোস্ট্যাট এর কাজ।


প্রশ্ন: রেফ্রিজারেটরে বা ফ্রিজে কোন ধরনের কম্প্রেসর ব্যবহৃত হয়?

উত্তর: রেসিপ্রকেটিং কম্প্রেসর



প্রশ্ন: থার্মোফিউজ বা থার্মাল ফিউজ কেন ব্যবহার করা হয়?

উত্তর: হিটার কে রক্ষা করার জন্য থার্মোফিউজ ব্যবহার করা হয়।


প্রশ্ন: রেফ্রিজারেটর টুলস কাকে বলে?

উত্তর: রেফ্রিজারেটর মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য যে সকল টুলস্ ব্যবহৃত হয় তাকে রেফ্রিজারেটর টুলস্ বলে।


প্রশ্ন: কম্প্রেসরের কয়েকটি যন্ত্রাংশের নাম বল!

উত্তর: পিস্টন, সিলিন্ডার, কানেক্টিং রড, মোটর


প্রশ্ন: মানুষের শরীরের আরামদায়ক তাপমাত্রা কত?

উত্তর: 18 ডিগ্রী সেলসিয়াস


প্রশ্ন: টন অফ রিফ্রজেরেশন কি বা কাকে বলে?

উত্তর: এক টন বরফ ২৪ঘন্টার মধ্যে গলাতে যে তাপের প্রয়োজন হয় তাই টন অফ রেফ্রিজারেশন বলে।


প্রশ্ন: গ্রীন হাউজ কি? 

উত্তর: গ্রিন হাউজ প্রতিক্রিয়া হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার দ্বারা ভূপৃষ্ঠ হতে বিকীর্ণ তাপ বায়ুমণ্ডলীয় গ্রিন হাউজ গ্যাসসমূহ দ্বারা শোষিত হয়ে পুনরায় বায়ুমণ্ডলের অভ্যন্তরে বিকিরিত হয়। এই বিকীর্ণ তাপ ভূপৃষ্ঠে উপস্থিতিতেও বায়ুমণ্ডলের নিম্নস্তরে ফিরে এসে ভূপৃষ্ঠের তথা বায়ুমণ্ডলের গড় তাপমাত্রাকে বাড়িয়ে দেয়


প্রশ্ন: সিএফসি বা CFC রাসায়নিক নাম কি?

উত্তর: ক্লোরোফ্লোরো কার্বন



প্রশ্ন: রেফ্রিজারেটর পুর্নো চার্জ অবস্থায় উত্তর: রিসিভার কত অংশ পূর্ণ থাকে?

১৮:১/৩ অংশ


প্রশ্ন: রেফ্রিজারেটরে কোন ধরনের কনডেনসার ব্যবহৃত হয়?

উত্তর: এয়ার কুল্ড


প্রশ্ন: রেফ্রিজারেটরে ফ্রেশ ফুডস চেম্বার উত্তর: নরমাল চেম্বারে তাপমাত্রা কত থাকে?

২১:১-৫° সেলসিয়াস


প্রশ্ন: 1 সেপটি = কত লিটার ?

উত্তর: 1 সেপটি সমান ২৮.১৪ লিটার



প্রশ্ন: আদ্রতা পরিমাপের একক কি?

উত্তর: যেহেতু আপেক্ষিক আর্দ্রতা দুটি সমজাতীয় রাশির অনুপাত,তাই এটি এককবিহীন।আপেক্ষিক আর্দ্রতা কে শতকরা(%) আকারে প্রকাশ করা হয়।



Comments

Popular posts from this blog

রেফ্রিজারেন্ট ও রেফ্রিজারেশন বলতে কি বুঝায়?

সোল্ডারিং, ব্রেজিং ও ওয়েল্ডিং কি ও কাকে বলে এবং সংজ্ঞা।