থার্মোস্ট্যাট কি ও থার্মোস্ট্যাট কেন ব্যবহার করা হয়?
থার্মোস্ট্যাট হলো নিয়ন্ত্রণ যন্ত্র। অর্থাৎ থার্মোস্ট্যাট এর সাহায্যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়। হিমায়ন প্রক্রিয়ায় যার সাহায্যে নির্ধারিত তাপমাত্রা আনয়ন এর মাধ্যমে, তাপমাত্রা নিয়ন্ত্রিত করে কম্প্রেসর মটর কে চালু ও বন্ধ করা হয় তাকে থার্মোস্ট্যাট বলে।
থার্মোস্ট্যাট শব্দের অর্থ কি:
Thermostat শব্দের অর্থ হলো- থার্মো শব্দের অর্থ হচ্ছে তাপ আর তাপের সাহায্যে যার মাধ্যমে ইলেকট্রিক সার্কিট চালু এবং বন্ধ করা হয় তাকে থার্মোস্টেট বলে।
থার্মোস্ট্যাট কি গঠন ও ছবি
থার্মোস্ট্যাট কি গঠন ও ছবি
থার্মোস্টেট কত প্রকার কি:
কাজের উপর ভিত্তি করে থার্মোস্টেট প্রথমত ৩ প্রকার হয়ে থাকে যথা-
হিটিং থার্মোস্টেট (Cooling Thermostat)
কুলিং থার্মোস্টেট (Heating Thermostat)
হিট এন্ড কুলিং থার্মোস্টেট (Heat & Cooling)
গঠন অনুসারে থার্মোস্টেট:
বেলোজ টাইপ থার্মোস্টেট।
বাইমেটাল টাইপ থার্মোস্টেট।
ডিফারেনশিয়াল থার্মোস্টেট।
রেঞ্জ এডজাস্টমেন্ট থার্মোস্টেট।
অটোমেটিক ডিফ্রস্টিং থার্মোস্টেট।
পুশ ডিফ্রস্টিং থার্মোস্টেট।
থার্মোমিটার টাইপ থার্মোস্টেট।
পোর্টেবল থার্মোস্টেট।
ফ্রিজ এসির থার্মোস্ট্যাট কি:
থার্মোস্ট্যাট যন্ত্রটি তাপমাত্রার পরিবর্তনকে পরিমাপ করে এবং ফ্রিজেরে কুলিং সিস্টেম কনভার্টা করে ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। থার্মোস্ট্যাট ফ্রিজের প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা নিয়ে ফ্রিজ অন-অফ করতে পারে আবার ব্যবহার কারী থার্মোস্ট্যাট এর ভলিউম ঘুরিয়ে কুলিং সিস্টেম ঠিক নিধারর্ণ করতে পারে বর্তমানে সব থার্মোস্ট্যাট অটোমেটিং কুলিং সিস্টেম হিসাবে কাজ করে। এসির ক্ষেত্রেও থার্মোস্ট্যাট একই কাজ করে থাকে তবে আজ ফ্রিজ দিয়ে বোঝানো হয়েছে।
থার্মোস্ট্যাট কি
চিত্র : ফ্রিজের থার্মোস্ট্যাট রেগুলেটর
থার্মোস্ট্যাট এর কাজ কি :
ফ্রিজ/রেফ্রিজারেটরের থার্মোস্ট্যাট এর কাজ হলো ফ্রিজের কুলিং সিস্টেম নিয়ন্ত্রণ করা। অনেকই দেখেছেন ফ্রিজের ভিতরে/বাইরে একটা ভলিউম/রেগুলেটর থাকে যা আপনি নিজেই নিয়ন্ত্রণ করতে পারেন আবার অটোমেটিক থার্মোস্ট্যাট অন-অফ করে নিয়ন্ত্রণ করে থাকে এটা থার্মোস্ট্যাট এর কাজ। ফ্রিজের অটো থার্মোস্ট্যাট প্রয়োজন মত তাপমাত্রা কুলিং হলে ফ্রিজ অফ করে দেয় আবার যখন ঠান্ডা দরকার হয় ফ্রিজ আবার চালু করে দেয়। অটো থার্মোস্ট্যাট এর কারণে ফ্রিজের বিদ্যুৎ খরচ অনেক কমে এসেছে। আপনার ফ্রিজের যদি থার্মোস্ট্যাট খারাপ হয়ে যায় তাহলে কুলিং সিস্টেম আর কাজ করবে না। ফলে ফ্রিজের ভিতরে বরফ জমতেই থাকবে অথবা আর জমবেই না। অনেক সময় দেখা যায় ফ্রিজে লাগাতার বরফ জমতে থাকে আবার ররফ জমে না এ সমস্যা ফ্রিজের থার্মোস্ট্যাট এর কারণে হয়ে থাকে।
ফ্রিজে থার্মোস্ট্যাট ব্যবহার :
থার্মোস্ট্যাট ফ্রিজ/রেফ্রিজারেটরের একটি ধারাবাহিক বিভাজন সংযোগ বিচ্ছিন্নকরণ যন্ত্র, যা তাপমাত্রা সুইচ, তাপমাত্রা রক্ষাকারী, তাপমাত্রা নিয়ামক, তাপমাত্রা নিয়ন্ত্রক, শক্তি-সংরক্ষণ করা, সরঞ্জাম অপারেশন নিয়ন্ত্রণ, সুইচ কুলিং কমান্ড হিসাবে কাজ করার জন্য থার্মোস্ট্যাট ব্যবহার করা হয়। সুতরাং বোঝায় যায় থার্মোস্ট্যাট এর এর কাজ কি।
ফ্রিজে থার্মোস্ট্যাট লাগানোর নিয়ম :
ফ্রিজ/রেফ্রিজারেটরের থার্মোস্ট্যাট কানেকশন করা হয় ঠিক ফ্যান রেগুলেটরের মত করে। থার্মোস্ট্যাট এ কোন নেগেটিভ পজেটিভ নেই। থার্মোস্ট্যাট সিরিজ ভাবে কানেকশন করা থাকে ফলে তার উলট-পালট হলেও কোন সমস্যা নেই। তবে কোন কোন থার্মোস্ট্যাট এর তিনটা পা থাকে দুইটা কানেকশন এর মধ্যে একটা দিয় কারেন্ট ডুকে আরেকটা দিয়ে বের হয়। আর তৃতীয়টা হলো গাউন্ড বা অব্যবহৃত হিসাবে থাকবে।
ফ্রিজের থার্মোস্ট্যাট পরিক্ষার নিয়ম :
কন্টিনিউটি টেস্টারের সাহায্যে অথবা মিটারের কন্টিনিউটি সিলেক্ট করে ফ্রিজের রেগুলেটর বা থার্মোস্ট্যাট পরিক্ষা করা যায়। থার্মোস্ট্যাট এর দুই প্রান্তে মিটারের দুইটি প্রোব ধরলে মিটারের বা কন্টিনিউটি টেস্টারের লাইট জ্বলবে তাহলে বুঝতে হবে ভালো। আর যদি না জ্বলে তাহলে বুঝতে হবে খারাপ। মোটকথা কেটে গেলে লাইন পাবেনা ফলে টেস্টারের লাইট জ্বলবেনা।
Comments
Post a Comment
Thanks for you comment.