রিলে কাকে বলে,কত প্রকার, কি কি, এর কাজ কি?
উ: রিলে একটি স্টার্টিং ডিভাইস। যার সাহায্যে কম্প্রেসসর মোটর স্টার্ট করা হয় তাকে রিলে বলা হয়।
অবস্থানভেদে রিলে কয়েক প্রকার। ফ্রিজ বা রেফ্রিজারেটরে এ ২ প্রকার রিলে ব্যবহার করা হয়। ১ কারেন্ট কয়েল রিলে, ২ পি টি সি রিলে। ওয়ালটন রেফ্রিজারেট বা ফ্রিজে সাধারণত পি টি সি রিলে ব্যবহার করা হয়।
কারেন্ট কয়েল রিলেতে ২টি কন্টাক্ট পয়েন্ট, ১টি সিলিন্ডার, ১টি ছোট পিস্টন এবং ১টি তারের কয়েল থাকে, কয়েলের২টি মাথার মধ্যে ১টি রিলের টার্মিনালে অন্যটি কম্প্রেসসর এর রানিং টার্মিনালের জন্য লাগানো হয়।
কম্প্রেসসর চালু করলে রিলের কয়েল চুম্বক তৈরি করে,তখন রিলের পিস্টনটি উপরের দিকে উঠে স্টাটিং পয়েন্ট চালু করে।কম্প্রেসসর মোটর ৭৫% চালু হলে রিলের চুম্বক শক্তি কমে যায় এবং রিলের পিস্টন স্টাটিং পয়েন্ট ছেরে দেয়।
কয়েল রিলে স্টাটিং পয়েন্ট না ছারলে মোটর পুরে যায়।এর ফলে এখন PTC রিলে বেশি ব্যাবহার করা হয়।
PTC এর পুর্ণ রুপ হল,পজেটিব টেম্পারেচার কইফিসিয়েন্ট।
পি টি সি রিলে কম্প্রেসসর এর রানিং এবং স্টাটিং টার্মিনালে সিরিজে সংজোগ করা থাকে।
পি টি সি এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হলে এটি গরম হয়ে যায়,আর গরম হলে কারেন্ট প্রবাহ বন্ধ হয়ে যায়।এতে মোটর পুরার সম্বাবনা নাই।
Comments
Post a Comment
Thanks for you comment.