সোল্ডারিং, ব্রেজিং ও ওয়েল্ডিং কি ও কাকে বলে এবং সংজ্ঞা।
সোল্ডারিং কি ও কাকে বলে?
সোল্ডারিং সাধারণত 200 থেকে 400 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় করা হয়ে থাকে ।
ব্রেজিং কি ও কাকে বলে?
450 থেকে 900 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় দুটি মেটাল কে উত্তপ্ত করে ফিলার মেটালকে গলিয়ে জয়নিং স্থলে প্রবাহিত করে সংযোগ করা হয়ে থাকে তাকে ব্রেজিং বলে। বেজিংয়ের সময় বেজ মেটালকে উত্তপ্ত করা হয় আর সংযোগ প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয়। ব্রাউজিংয়ের সময় ব্রেজিং টর্চ হে আগুনের তাপমাত্রা 450 ডিগ্রী থেকে 900 ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে।
ওয়েল্ডিং কি ও কাকে বলে?
1050 ডিগ্রী সেলসিয়াস থেকে এর উপরের তাপমাত্রায় দুটি মেটাল কে লিয়ে ফিলার মেটাল ব্যবহার করে যে সকল সংযোগ করা হয়ে থাকে তাকে ওয়েল্ডিং বলা হয়। ওয়েল্ডিং প্রক্রিয়ায় সাধারণত বেজ মেটাল কে গলিয়ে ইলেকট্রোড রড এর মাধ্যমে সংযোগ করা হয়।
Comments
Post a Comment
Thanks for you comment.