Posts

ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এর যারা এই ছোট ছোট প্রশ্নের উত্তর গুলো জানেন না বা ভুলে গেছেন তাদের জন্য

Image
  ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এর যারা এই ছোট ছোট প্রশ্নের উত্তর গুলো জানেন না বা ভুলে গেছেন তাদের জন্য পুনরায় শিখিয়ে দেওয়ার একটা ছোট্ট উদ্যোগ নিলাম,আশা করি ভালো লাগবে। ভুল ত্রুটি থাকলে ক্ষমার নজরে দেখবেন। ১। বিদ্যুৎ কি? কত প্রকার এবং কি কি? উত্তরঃ বিদ্যুৎ এমন এক অদৃশ্য শক্তি যা আলো, শব্দ, গতি এবং রূপান্তরিত শক্তি ইত্যাদি উৎপন্ন করে বিভিন্ন বাস্তব কাজ সমাধা করে। বিদ্যুৎ ২(দুই) প্রকার।  (i) স্থির বিদ্যুৎ (ii) চল বিদ্যুৎ ২। কারেন্ট কি? কত প্রকার এবং কি কি? উত্তরঃ পদার্থের মধ্যকার মুক্ত ইলেকট্রনসমূহ কোন নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকে কারেন্ট বলে। কারেন্টের প্রতীক I (আই) এবং একক Ampere (অ্যাম্পিয়ার), সংক্ষেপে ‘A’ লেখা হয় । কারেন্ট পরিমাপের যন্ত্রের নাম Ampere Meter (অ্যাম্পিয়ার মিটার)। কারেন্ট ২(দুই) প্রকার।  (i) AC (এসি)(Alternative Current) কারেন্ট  (ii) DC (ডিসি) কারেন্ট (Direct Current) ৩। অ্যাম্পিয়ার কাকে বলে? উত্তরঃ কোন পরিবাহীর যে কোন অংশের মধ্য দিয়ে এক কুলাম্ব চার্জ এক সেকেন্ড সময় ধরে প্রবাহিত হলে উক্ত পরিমান চার্জকে এক অ্যাম্পিয়ার বলে। ১ কুলাম্ব = 628×1016 ইলেকট্রন চার্জ। ৪। ভ

A,B, C লাইসেন্স ভাইবার জন্য প্রিপারেশন নিন

Image
A,B, C লাইসেন্স ভাইবার জন্য প্রিপারেশন নিন --- (১) RM,SM,RE এগুলো দ্বারা কি বুঝায়? উত্তরঃ RM,SM,RE এগুলো দ্বারা মূলত ক্যাবলের ইউনিট বোঝানো হয়। RM বলতে বুঝায় অনেক খেই বিশিষ্ট তার যার প্রস্থচ্ছেদ গোলাকার। SM বলতে বোঝায় অনেক খেই বিশিষ্ট তার যার সেক্টর আকৃতি। RE বলতে বোঝায় সিঙ্গেল নিরেট তার যা প্রস্থচ্ছেদ গোলাকার। (২) ট্রান্সফরমার কি ধরনের ডিভাইস? উত্তরঃ ট্রান্সফরমার একটি ইলেকট্রিক্যাল স্ট্যাটিক ডিভাইস। (৩) ট্রান্সফরমার গরম হওয়ার কারণ কি? উত্তরঃ ট্রান্সফরমার গরম হওয়ার কারণ হলো- * ওভার লোডের জন্য গরম হতে পারে। * ওভার ভোল্টেজ এর জন্য গরম হতে পারে। * ইনসুলেশন দুর্বল হয়ে গেলে। * কোথাও আর্থ হয়ে গেলে। (৪) ট্রান্সফরমার তৈলের কাজ কি? উত্তরঃ ট্রান্সফরমার তৈলের কাজ হলো- * ইহা ট্রান্সফরমার কে ঠান্ডা রাখে। * ইহা ইনসুলেশনের কাজ করে। (৫) এক ফেজ ট্রান্সফরমার কে তিন ফেজ সাপ্লাই দেওয়া যায় কি? উত্তরঃ হ্যাঁ যায়, ভি ভি বা ওপেন ডেল্টা কানেকশন করে। (৬) এক কিলোওয়াট = কত হর্স পাওয়ার? উত্তরঃ ১ কিলোওয়াট = ১.৩৪ হর্স পাওয়ার। (৭) ১ হর্স পাওয়ার = কত কিলোওয়াট? উত্তরঃ ১ হর্স পাওয়ার = ০.৭৪৬ কিলোওয়াট। (৮) RMS এর পূর্ণ অর্থ

রিলে এবং ওভারলোড ভালো নাকি খারাপ তা চেক করার নিয়ম

Image
  সাধারণত রিলে কয়েক ধরনের হয় এবং এর দু'টি পয়েন্ট থাকে। ১.স্ট্যাটিং পয়েন্ট। ২.রানিং পয়েন্ট। এক ধরনের রিলের পেছনে দুটি পয়েন্টই উল্লেখ করা থাকে। আবার কোনোটাতে শুধু রানিং পয়েন্ট থাকে। আর ওভারলোডে সাধারণত রানিং পয়েন্টে সংযোগ দিতে হয়। রিলে চেক করতে অ্যাভোমিটারের ইনপুট কাটা ওমস্ এ রেখে আউটপুট কাটা দুটো একটি স্ট্যাটিং এবং একটি রানিং পয়েন্টে ধরলে দেখা যাবে মান দেখাবে। যদি মান না দেখায় তবে বুঝতে হবে এটা নষ্ট। ওভারলোডঃ ওভারলোড কয়েক ধরনের হয়। ওভারলোডের দুটি পয়েন্ট থাকে। ১. ইনপুট পয়েন্ট। ২.আউটপুট পয়েন্ট। আমরা যখন ওভারলোড সংযোগ দেই তখন ফেজ লাইন ইনপুট পয়েন্ট হয়ে আউটপুট পয়েন্ট হয়ে কম্প্রেসরের কমন পয়েন্টে লাগাতে হয়। ওভারলোড চেক করতে একটি অ্যাভোমিটার নিতে হবে। তারপর মিটারের ইনপুট কাটা ওমস্ এ রেখে আউটপুট কাটা দুটো ওভারলোড এর ইনপুট ও আউটপুট পয়েন্টে ধরলে দেখা যাবে মান দেখাবে। যদি মান না দেখায় তবে বুঝতে হবে এটা নষ্ট। আবার,এক ধরনের ওভারলোড কে নিন্মোক্ত পদ্ধতিতে চেক করা যায়ঃ ওভারলোড এর ইনপুট ও আউটপুট পয়েন্টে দুটো তার লাগাতে হবে। এখন সিরিজ সার্কিটর ন্যায় একটি বৈদ্যুতিক বাল্বের দুই পয়েন্টে দুটো তার লাগাতে হ

রিলে কাকে বলে,কত প্রকার, কি কি, এর কাজ কি?

Image
  উ: রিলে একটি স্টার্টিং ডিভাইস। যার সাহায্যে কম্প্রেসসর মোটর স্টার্ট করা হয় তাকে রিলে বলা হয়। অবস্থানভেদে রিলে কয়েক প্রকার। ফ্রিজ বা রেফ্রিজারেটরে এ  ২ প্রকার রিলে ব্যবহার করা হয়। ১ কারেন্ট কয়েল রিলে, ২ পি টি সি রিলে। ওয়ালটন রেফ্রিজারেট বা ফ্রিজে সাধারণত পি টি সি রিলে ব্যবহার করা হয়। কারেন্ট কয়েল রিলেতে ২টি কন্টাক্ট পয়েন্ট, ১টি সিলিন্ডার, ১টি ছোট পিস্টন এবং ১টি তারের কয়েল থাকে, কয়েলের২টি মাথার মধ্যে ১টি রিলের টার্মিনালে অন্যটি কম্প্রেসসর এর রানিং টার্মিনালের জন্য লাগানো হয়। কম্প্রেসসর চালু করলে রিলের কয়েল চুম্বক তৈরি করে,তখন রিলের পিস্টনটি উপরের দিকে উঠে স্টাটিং পয়েন্ট চালু করে।কম্প্রেসসর মোটর ৭৫% চালু হলে রিলের চুম্বক শক্তি কমে যায় এবং রিলের পিস্টন স্টাটিং পয়েন্ট ছেরে দেয়। কয়েল রিলে স্টাটিং পয়েন্ট না ছারলে মোটর পুরে যায়।এর ফলে এখন PTC রিলে বেশি ব্যাবহার করা হয়। PTC এর পুর্ণ রুপ হল,পজেটিব টেম্পারেচার কইফিসিয়েন্ট। পি টি সি রিলে কম্প্রেসসর এর রানিং এবং স্টাটিং টার্মিনালে সিরিজে সংজোগ করা থাকে। পি টি সি এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হলে এটি গরম হয়ে যায়,আর গরম হলে কারেন্ট প্রবাহ বন্ধ হ

সোল্ডারিং, ব্রেজিং ও ওয়েল্ডিং কি ও কাকে বলে এবং সংজ্ঞা।

সোল্ডারিং কি ও কাকে বলে? 200 থেকে 400 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় দুটি বা ততোধিক মেটালকে গলিয়ে ফিলার মেটালকে মিশ্রিত করে যে সকল সংযোগ করা হয়ে থাকে তাকে সোল্ডারিং বলা হয়। সোল্ডারিং সাধারণত 200 থেকে 400 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় করা হয়ে থাকে । ব্রেজিং কি ও কাকে বলে? 450 থেকে 900 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় দুটি মেটাল কে উত্তপ্ত করে ফিলার মেটালকে গলিয়ে জয়নিং স্থলে প্রবাহিত করে সংযোগ করা হয়ে থাকে তাকে ব্রেজিং বলে। বেজিংয়ের সময় বেজ মেটালকে উত্তপ্ত করা হয় আর সংযোগ প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয়। ব্রাউজিংয়ের সময় ব্রেজিং টর্চ হে আগুনের তাপমাত্রা 450 ডিগ্রী থেকে 900 ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। ওয়েল্ডিং কি ও কাকে বলে?  1050 ডিগ্রী সেলসিয়াস থেকে এর উপরের তাপমাত্রায় দুটি মেটাল কে লিয়ে ফিলার মেটাল ব্যবহার করে যে সকল সংযোগ করা হয়ে থাকে তাকে ওয়েল্ডিং বলা হয়। ওয়েল্ডিং প্রক্রিয়ায় সাধারণত বেজ মেটাল কে গলিয়ে ইলেকট্রোড রড এর মাধ্যমে সংযোগ করা হয়।

বর্তমানে ব্যবহৃত কিছু রেফ্রিজারেশন সাইকেল এর ব্যবহার ক্ষেত্র।

Image
  বর্তমানে রেফ্রিজারেশন সাইকেল এর প্রয়ােগক্ষেত্র ১.ফ্রিজার (Freezer) ২. ওয়াটার কুলার (Water Coolar) ৩.মিল্ক কুলার (Milk Coolar) ৪. রেফ্রিজারেটর (Refrigerator) ৫.সােডা ফাউন্টেইন (Soda Fountain) ৬. আইসক্রীম ক্যাবিনেট (Ice Cream Cabinate) ৭. ডিসপ্লে কেস (Display Case) ৮. আইস মেকার (Ice Maker) ৯. কৌন আইস মেশিন (Cone Ice Machine) ১০.ক্যান্ডি আইস ফ্যাক্টরি (Candy Ice Factory) ১১.আইসক্রীম ফ্যাক্টরি (Ice Cream Factory ১২. আইস প্ল্যান্ট বা বরফ কল (Ice Plant) ১৩.কোল্ড স্টোরেজ বা হিমাগার (Cold Storage) ১৪.ফিশ প্রিজার্ভার (Fish Preserver) ১৫.প্রসেসিং প্ল্যান্ট (Processing Plant) ১৬. ডেইরি ফার্ম (Dairy Firm) ১৭.ট্রাক বা ট্রান্সপাের্ট হিমায়ন (Track/Transport Refrigerator) ১৮.রুম এয়ারকুলার (Room Air Coolar ) ১৯. সেন্ট্রাল এয়ারকন্ডিশনিং প্লান্ট(Central Air Conditioning Plant). ২০.ডি-হিউমিডিফায়ার (De-humidifier) ২১. ইনকিউবেটর (Incubator), ইত্যাদি

এয়ারকন্ডিশনিং কি ও এর ইতিহাস এবং এর মূলনীতি।

Image
মানুষ পৃথিবীতে স্থান পরিবর্তনের মাধ্যমে আরামদায়ক স্থান খুঁজে ছিল। এক সময় বরফের সন্ধান পেয়ে প্রচন্ড গরমের তুলনায় আরামদায়ক অবস্থা বা নাতিশীতােষ্ণ মণ্ডলের সন্ধান পেয়ে স্বস্তি পেয়েছিল। প্রকৃতপক্ষে বেফ্রিজারেশনের আদি ইতিহাস এই সময় হতে শুরু হয়। প্রাকৃতিক বরফের অভাব ছিল না কিন্তু কতকগুলাে অসুবিধার কারণে প্রাকৃতিক বরফ দ্বারা রেফ্রিজারেশনের ব্যবহার ছিল সীমিত। প্রাকৃতিক বরফের উপর নির্ভরতা কমাতে কৃত্রিমভাবে বরফ তৈরির কৌশল নিয়ে ভাবতে থাকেন। অন্তত একজন গবেষক উদ্ভাবন করেন নিম্ন তাপমাত্রায় বরফের সংস্পর্শে পানিও বরফ হয়। অর্থাৎ পানির সংস্পর্শে এমন একটি উদ্বায়ী পদার্থ রাখতে হবে যার উদ্বায়ী তাপমাত্রা বরফের তাপমাত্রার নিচে।উনবিংশ শতাব্দীর গােড়ার দিকে বিভিন্ন রাসায়নিক পদার্থ আবিষ্কৃত হবার এক পর্যায়ে বর্তমানে রেফ্রিজারেন্ট বা হিমায়ক আবিষ্কার হয়, যা রেফ্রিজারেশন পদ্ধতির আবিষ্কারের পথ খুলে যায়।১৯১০ সালের প্রথম দিকে মেকানিক্যাল বা ভেপার রেফ্রিজারেশন পদ্ধতি দেখা যায়। উক্ত পদ্ধতির মাধ্যমে বাস্পীভূত রেফ্রিজারেন্টকে তরল করে আবদ্ধ চক্রে পুনঃপুন ব্যবহার করা হয়। ১৯১৩ সালে জে, এম, লার্সেন (J. M.L

হিমায়ন পদ্ধতি কত প্রকার ও কি কি এবং এর বর্ণনা?

Image
হিমায়ন পদ্ধতি সাধারণত দুই প্রকার। ১: প্রত্যক্ষ হিমায়ন পদ্ধতি ২: পরোক্ষ হিমায়ন পদ্ধতি তাপ সঞ্চালন উপর ভিত্তি করে হিমায়ন পদ্ধতি দুই প্রকার। ১: পরিবহন হিমায়ন পদ্ধতি ২: পরিচলন হিমায়ন পদ্ধতি বিভিন্ন প্রকার হিমায়ন পদ্ধতির বর্ণনা নিম্নরূপ- ১। প্রত্যক্ষ হিমায়ন পদ্ধতি (Direct refrigeration system) : তাপ শােষণকারী হিমায়ক কোন কোন ক্ষেত্রে সরাসরি তাপ শোষণ করতে পারে। এক্ষেত্রে তাপ সংগ্রহের জন্য একটি মাত্র হিমায়ক ব্যবহার করা হয়। বস্তু, স্থান, পদার্থ, প্রকোষ্ঠ প্রভৃতি হতে সরাসরি তাপ শােষণ করলে তাকে প্রত্যক্ষ হিমায়ন পদ্ধতি বলে। যেমন- কোন উত্তপ্ত পদার্থের সংস্পর্শে বরফ রাখলে পদার্থটি হতে বরফ সরাসরি তাপ শােষণ করে। হিমায়ন হিমায়ন অনুরূপভাবে রেফ্রিজারেটরের হিমায়ক সরাসরি ক্যাবিনেটস্থিত দ্রব্যসামগ্রীর তাপ বায়ুর মাধ্যমে শােষণ করে অন্যত্র অপসারণ করে। অর্থাৎ যে পদ্ধতির হিমায়ক সরাসরি বায়ু বা পানি হতে অথবা পানি-বায়ুর মাধ্যমে অন্য , বস্তু, পদার্থ বা স্থানের তাপ সংগ্রহ করে তাকে প্রত্যক্ষ হিমায়ন পদ্ধতি বলা হয়। ২। পরােক্ষ হিমায়ন পদ্ধতি (Indirect refrigeration) : কোন কোন ক্ষেত্রে তাপ শােষণকারী

রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং এর ইতিহাস ও মূলনীতি ।

Image
আমরা রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং এর ইতিহাস ও মূলনীতি নিয়ে আলোচনা করব? তো চলুন প্রথমে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এর ইতিহাস নিয়ে আলোচনা করি ইতিহাস: মানুষ পৃথিবীতে স্থান পরিবর্তনের মাধ্যমে আরামদায়ক স্থান খুঁজে ছিল। এক সময় বরফের সন্ধান পেয়ে প্রচন্ড গরমের তুলনায় আরামদায়ক অবস্থা বা নাতিশীতােষ্ণ মণ্ডলের সন্ধান পেয়ে স্বস্তি পেয়েছিল। প্রকৃতপক্ষে বেফ্রিজারেশনের আদি ইতিহাস এই সময় হতে শুরু হয়। বরফ প্রাকৃতিক বরফের অভাব ছিল না কিন্তু কতকগুলাে অসুবিধার কারণে প্রাকৃতিক বরফ দ্বারা রেফ্রিজারেশনের ব্যবহার ছিল সীমিত। প্রাকৃতিক বরফের উপর নির্ভরতা কমাতে কৃত্রিমভাবে বরফ তৈরির কৌশল নিয়ে ভাবতে থাকেন। অন্তত একজন গবেষক উদ্ভাবন করেন নিম্ন তাপমাত্রায় বরফের সংস্পর্শে পানিও বরফ হয়। অর্থাৎ পানির সংস্পর্শে এমন একটি উদ্বায়ী পদার্থ রাখতে হবে যার উদ্বায়ী তাপমাত্রা বরফের তাপমাত্রার নিচে।উনবিংশ শতাব্দীর গােড়ার দিকে বিভিন্ন রাসায়নিক পদার্থ আবিষ্কৃত হবার এক পর্যায়ে বর্তমানে রেফ্রিজারেন্ট বা হিমায়ক আবিষ্কার হয়, যা রেফ্রিজারেশন পদ্ধতির আবিষ্কারের পথ খুলে যায়।১৯১০ সালের প্রথম দিকে মেকানিক্যা

থার্মোস্ট্যাট কি ও থার্মোস্ট্যাট কেন ব্যবহার করা হয়?

Image
থার্মোস্ট্যাট হলো নিয়ন্ত্রণ যন্ত্র। অর্থাৎ থার্মোস্ট্যাট এর সাহায্যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়। হিমায়ন প্রক্রিয়ায় যার সাহায্যে নির্ধারিত তাপমাত্রা আনয়ন এর মাধ্যমে, তাপমাত্রা নিয়ন্ত্রিত করে কম্প্রেসর মটর কে চালু ও বন্ধ করা হয় তাকে থার্মোস্ট্যাট বলে। থার্মোস্ট্যাট শব্দের অর্থ কি: Thermostat শব্দের অর্থ হলো- থার্মো শব্দের অর্থ হচ্ছে তাপ আর তাপের সাহায্যে যার মাধ্যমে ইলেকট্রিক সার্কিট চালু এবং বন্ধ করা হয় তাকে থার্মোস্টেট বলে। থার্মোস্ট্যাট কি গঠন ও ছবি থার্মোস্ট্যাট কি গঠন ও ছবি থার্মোস্টেট কত প্রকার কি: কাজের উপর ভিত্তি করে থার্মোস্টেট প্রথমত ৩ প্রকার হয়ে থাকে যথা- হিটিং থার্মোস্টেট (Cooling Thermostat) কুলিং থার্মোস্টেট (Heating Thermostat) হিট এন্ড কুলিং থার্মোস্টেট (Heat & Cooling) গঠন অনুসারে থার্মোস্টেট: বেলোজ টাইপ থার্মোস্টেট। বাইমেটাল টাইপ থার্মোস্টেট। ডিফারেনশিয়াল থার্মোস্টেট। রেঞ্জ এডজাস্টমেন্ট থার্মোস্টেট। অটোমেটিক ডিফ্রস্টিং থার্মোস্টেট। পুশ ডিফ্রস্টিং থার্মোস্টেট। থার্মোমিটার টাইপ থার্মোস্টেট। পোর্টেবল থার্মোস্টেট। ফ্রিজ এসির থার্মোস্ট্যাট কি: থার্মোস্ট্যাট যন

রেফ্রিজারেটর ও এসি মেরামত এর ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন টুলসের তালিকা ও নাম।

Image
রেফ্রিজারেটর বা ফ্রিজ মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য যে সকল  টুলস ব্যবহৃত হয় তাকে রেফ্রিজারেটর টুলস বলে। রেফ্রিজারেটর মেরামত এর জন্য বিভিন্ন ধরনের টুলস ব্যবহৃত হয়ে থাকে এরমধ্যে নিচে কিছু টুলস এর নাম ও ব্যবহার উল্লেখ করা হলো।  ফাইলগুলো পিডিএফ আকারে পেতে কমেন্টে আপনার ইমেইল ঠিকানা দিন। আমি আপনাকে আপনার মেইলে পাঠিয়ে দিব।

রেফ্রিজারেন্ট ও রেফ্রিজারেশন বলতে কি বুঝায়?

Image
রেফ্রিজারেন্ট বা হিমায়ক হল পদার্থ আর রেফ্রিজারেশন হল পদ্ধতি। রেফ্রিজারেন্ট ও রেফ্রিজারেশন সম্পূর্ণ ভিন্ন দুটি শব্দ। যে পদ্ধতির মাধ্যমে কোন আবদ্ধ স্থানের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় তাকে রেফ্রিজারেশন পদ্ধতি বলে। আর যে বস্তু বা পদার্থের সাহায্যে নিম্ন তাপমাত্রা আনয়ন করা হয় তাকে রেফ্রিজারেন্ট বা হিমায়ক বলে। রেফ্রিজারেন্ট এর কয়েকটি উদাহরণ হল: R-134a, R-600a, R-22, R-12 ইত্যাদি।

রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর যা আপনাকে জানতে হবে।

Image
  প্রশ্ন: তাপ সঞ্চালন প্রক্রিয়া কয় প্রকার ও কি কি?  উত্তর: তাপ সঞ্চালন প্রক্রিয়া তিন প্রকার ( পরিবহন, পরিচলন ও বিকিরণ) প্রশ্ন: দুটি সেমিকন্ডাক্টর এর উদাহরণ। উত্তর: সিলিকন, জার্মেনিয়াম প্রশ্ন: অ্যাম্পিয়ার কাকে বলে? উত্তর: কোন পরিবাহীর যে কোন অংশের মধ্য দিয়ে এক কুলাম্ব চার্জ এক সেকেন্ড সময় ধরে প্রবাহিত হলে উক্ত পরিমান চার্জকে এক অ্যাম্পিয়ার বলে। প্রশ্ন: রিলে কি রিলে কিভাবে কাজ করে? উত্তর: রিলের কাজ হল কম্প্রেসর মটরের স্টাটিং রানিং করে সংযোগ প্রদান করে চালু করা। প্রশ্ন: থার্মোস্ট্যাট কি ও রেফ্রিজারেটরে থার্মোস্ট্যাট কেন ব্যবহার করা হয়? উত্তর: থার্মোস্ট্যাট একপ্রকার নিয়ন্ত্রণ যন্ত্র, যার সাহায্যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়। রেফ্রিজারেটরে বা নিয়ন্ত্রিত স্থানে নিয়ন্ত্রিত তাপমাত্রা আনয়নের মাধ্যমে কম্প্রেসর কে চালু ও বন্ধ করাই থার্মোস্ট্যাট এর কাজ। প্রশ্ন: রেফ্রিজারেটরে বা ফ্রিজে কোন ধরনের কম্প্রেসর ব্যবহৃত হয়? উত্তর: রেসিপ্রকেটিং কম্প্রেসর প্রশ্ন: থার্মোফিউজ বা থার্মাল ফিউজ কেন ব্যবহার করা হয়? উত্তর: হিটার কে রক্ষা করার জন্য থার্মোফিউজ ব্যবহার করা হয়। প্রশ্ন: রেফ্রিজারেটর টুলস

মেটাভার্স কী বা মেটাভার্স বলতে কি বুঝায়?

Image
মেটাভার্স কী বা মেটাভার্স বলতে কি বুঝায়? বিবর্তনের পরিক্রমায় ইন্টারনেটের পরের ধাপই হচ্ছে মেটাভার্স। মেটাভার্স হলো ভার্চুয়াল জগৎ। সহজ ভাষায় বোঝাতে বলা যায়, এটি হলো বাস্তবতার সঙ্গে ডিজিটাল সংমিশ্রণ। এ জগতে ব্যবহারকারীরা যার যার চেহারার সঙ্গে মিল রেখে অ্যাভাটার বানাতে পারবেন। অ্যাভাটারগুলোকে ব্যবহারকারীরাই নিয়ন্ত্রণ করবেন। ব্যবহারকারীরা নিজের ঘরে হাঁটলে, কথা বললে ভার্চুয়াল জগতের অ্যাভাটারও হাঁটবে, কথা বলবে। অর্থাৎ মেটাভার্স হচ্ছে এমন এক অনলাইন জগৎ, যেখানে ভার্চুয়াল দুনিয়ার মধ্যেই গেমিং, অফিসের কাজ এবং যোগাযোগের সবই করা যাবে। এ কাজ করা হবে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট ব্যবহার করে।