ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এর যারা এই ছোট ছোট প্রশ্নের উত্তর গুলো জানেন না বা ভুলে গেছেন তাদের জন্য
ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এর যারা এই ছোট ছোট প্রশ্নের উত্তর গুলো জানেন না বা ভুলে গেছেন তাদের জন্য পুনরায় শিখিয়ে দেওয়ার একটা ছোট্ট উদ্যোগ নিলাম,আশা করি ভালো লাগবে। ভুল ত্রুটি থাকলে ক্ষমার নজরে দেখবেন। ১। বিদ্যুৎ কি? কত প্রকার এবং কি কি? উত্তরঃ বিদ্যুৎ এমন এক অদৃশ্য শক্তি যা আলো, শব্দ, গতি এবং রূপান্তরিত শক্তি ইত্যাদি উৎপন্ন করে বিভিন্ন বাস্তব কাজ সমাধা করে। বিদ্যুৎ ২(দুই) প্রকার। (i) স্থির বিদ্যুৎ (ii) চল বিদ্যুৎ ২। কারেন্ট কি? কত প্রকার এবং কি কি? উত্তরঃ পদার্থের মধ্যকার মুক্ত ইলেকট্রনসমূহ কোন নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকে কারেন্ট বলে। কারেন্টের প্রতীক I (আই) এবং একক Ampere (অ্যাম্পিয়ার), সংক্ষেপে ‘A’ লেখা হয় । কারেন্ট পরিমাপের যন্ত্রের নাম Ampere Meter (অ্যাম্পিয়ার মিটার)। কারেন্ট ২(দুই) প্রকার। (i) AC (এসি)(Alternative Current) কারেন্ট (ii) DC (ডিসি) কারেন্ট (Direct Current) ৩। অ্যাম্পিয়ার কাকে বলে? উত্তরঃ কোন পরিবাহীর যে কোন অংশের মধ্য দিয়ে এক কুলাম্ব চার্জ এক সেকেন্ড সময় ধরে প্রবাহিত হলে উক্ত পরিমান চার্জকে এক অ্যাম্পিয়ার বলে। ১ কুলাম্ব = 628×1016 ইলেকট্রন চার্জ। ৪। ভ